ঘাসের উপরে এসেছে আকাশ
অথচ পাখি বদলে যাচ্ছে ডানায়
গোপন ইশারায়
তোমার কীবোর্ডে এখন অচেনা কণ্ঠ বাজায়
ত্রিফলা পিয়ানো
রচনাকালঃ- ২৭/০৮/২০২১
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।
নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপর লেখা বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে বিষয়শ্রেণীর উপর ক্লিক করুন।