দেবী সুখী হয় সুরঙ্গে।
লীলা ছন্দে হেসে ওঠে তার প্রতি শব্দ-বর্ণ-ধ্বনি। অক্ষরে মগ্ন হও দক্ষ স্বরে। ঝুলে যাবার আগে তুলে নাও কলম। যোগযজ্ঞে স্খলন কবিতাকে করে দেয় স্যাঁতসেঁতে।
রচনাকালঃ- ২৭/০৮/২০২১
দেবী সুখী হয় সুরঙ্গে।
লীলা ছন্দে হেসে ওঠে তার প্রতি শব্দ-বর্ণ-ধ্বনি। অক্ষরে মগ্ন হও দক্ষ স্বরে। ঝুলে যাবার আগে তুলে নাও কলম। যোগযজ্ঞে স্খলন কবিতাকে করে দেয় স্যাঁতসেঁতে।
রচনাকালঃ- ২৭/০৮/২০২১
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
এখানে এপর্যন্ত ০টি মন্তব্য এসেছে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।
নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপর লেখা বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে বিষয়শ্রেণীর উপর ক্লিক করুন।