তোমার মনের আসন জুড়ে কাকে রাখো?
সাজিয়ে ফুলে ধুয়ে মুছে কাকে এমন মনে আঁকো।
মেসেজ বক্সে অধীর হয়ে হারিয়ে গেছো
ব্যস্ত হাতকে আঁকড়ে ধরে,
কার বুকেতে হাঁটু পেতে আসন দিয়ে
তার আসরে তোমায় ঝরে।
নাকি একা বসে আছো কারো জন্য
অপেক্ষার ওই সময় কাটে,
দিনের আলো থেমে গিয়ে সন্ধা নামে
মাঠে ঘাটে।
মনের ঘরের দরজা জানলায় প্রেমিক ডেকে
আড্ডায় ডুবে ব্যস্ত থেকে,
ডাক দিয়োনা আমায় তুমি
ভুলেও না ওই ছলনায় ্ আপন মেখে।
যদি অনেক একা লাগে তোমার মনের
একলা ঘরে
একা আছি ডেকে নিয়ো যদি তোমার
ইচ্ছা করে।
রচনাকালঃ- ১৫/০৮/২০২৩