সাথী ভুল  বুঝো নাই        বুঝো নাই       আমায়।
আমি ভালোবাসি তোমায়    শুধু যে তোমায় ।।

তোমারে ছাড়া যে   থাকতে না পারি-
তাই তো দেখো         তোমার আশেপাশে ঘুরি।
ইক্টুকের দেখায়     মন বাঁচে সান্ত্বনায়।
সেই কথা কি তুমি      বোঝ নাই        বোঝ নাই।।

দুদিনের জীবন      পলকের মরণ
তারি মাঝে শুধু মধুর বন্ধন।
তারি পর চোখের জল  আর স্মরণ-
সেই কথা কী তুমি   জানো নাই    জানো নাই।।

তবে কেন এতো রাগারাগি  
                           করো এতো ঝগড়াঝাঁটি।
চলো সব ভুলে   আগের মতো করে
     আমরা দুজন এক      হয়ে যাই     হয়ে যাই।।

                                        -দীপঙ্কর সাহা (দীপ)


রচনাকালঃ- ১৬/০৮/২০২৩