দূরকে করেছে অনেক নিকট চাইলে সহজে ধরে,
দূর্বল হলো হৃদয় আকুতি অভিনয় সকাতরে।
নাই চিঠি আর পোস্ট অফিসে ডাক পিয়নের ছোটা,
কারো অপেক্ষা নাই কারো চোখে একটু অশ্রু ফোটা।
ফেসবুকে এসে মেসেজ বক্সে সহজে হয়েছে কথা,
ভালোবাসা নাকি মিছে অভিনয় সবকিছু নিরবতা।
এক গেলে আর দুয়ের অভাব নাইরে কারোই মাঝে,
সকালে প্রেমিক দুপুরে গভীর ভেঙে পরে যায় সাঁঝে।
রচনাকালঃ- ২৩/০৮/২০২৩