মোর জীবনের গো-প-ন অঙ্কিত চিত্র পটে_
একলা এঁকে রেখেছি তোমারে স্বয়ন ও স্বপনে।
প্রিয়তমা হে এসো এসো-
এসো হে তুমি এই ভূ-ব-ন-তটে_।।
দাঁড়াও হে তুমি আমার সন্মুখে
তাকাও হে আমারো চেখেতে চোখ রেখে।
এতো কাল ধরে রেখেছি যারে নিভৃত আসনে
দেখতে চাই তারে অপলক দৃষ্টিকুটে_।।
প্রিয়তমা হে এসো এসো -
এসো হে তুমি এই ভূ-লো-ক-নাটে_।।
যখন দুজনের দৃষ্টি পরবে পলকে পলকে
ছুটবে বিজুরি দুটি মনের স্পন্দনে।
সমগ্র চরাচর হবে চিত্ররেখা
হবে রঙিন ছবিতে মনের কোণে আঁকা।।
আকাশ জুরে উড়বে তখন শত শত বক পাখী
তুমি আর আমি মিলন সুখে দাঁড়াবো মুখোমুখি।।
জগত ভেসে যাবে সুখের নিমগ্নে-
যখন তুমি আসবে আমার কাছে ছুটে_।।
প্রিয়তমা হে এসো এসো
এসো হে তুমি এই জীবনের মাঠে_।।
মোর জীবনের গোপন অঙ্কিত চিত্র পটে।।
-দীপঙ্কর সাহা (দীপ)
রচনাকালঃ- ০৯/০৯/২০২৩