এই গরমে শরমহীন যে কথাটা বলতে চাই
-------------------------------------------------
শুকদেব চন্দ্র মজুমদার

এই গরমে
শরমহীন একটা কথা বলতে চাই-
আমি আজ তাকেই কাছে টানবো যে আমাকে
শীতলতা দেবে,
শীতলপাটির মতো মসৃণ ঠাণ্ডা মাটি দেবে
পেলব পথঘাট আল পার নদীর তীর দেবে,
লু-হাওয়া নয়- হু-হু ঠাণ্ডা বাতাস দেবে
শ্যামল ছায়া দেবে, মেঘলা আকাশ দেবে, বৃষ্টি দেবে,
নোলক-পরা নতুন বউয়ের মতো
নদী-নালা, খাল-বিল পুকুর দেবে
প্রচুর পার ভরা তাদের আম জাম কাঁঠাল
নারকেল বন দেবে,
বুকভরা তাদের অঢেল ঢেউ দেবে,
জোয়ার-ভাটা পলি দেবে
চখাচখি বালিহাঁস ভরা চর দেবে
ঝোপ-ঝাড় বন-অরণ্য ঝরনা ঘেরা
সোমত্ত পাহাড় দেবে।

সে কে- প্রিয়তমা প্রকৃতি আমার- সবুজ শ্যামল!

কাছে টানতে গিয়েই তাকে দেখি
কাছে আসছে না সে তেমন করে, কেমন দূরে
থাকে মুখ ভার করে- মনে হয় অভিমানে নয়- ক্ষোভে-
যার হলকা আমার ওপরে এসে পড়ছিলো।

তাকে অনেক বিদ্ধস্ত ধর্ষিত মনে হচ্ছিলো-
কোথায় সে সবুজাভা তার, শ্যামলিমার মেলা-
কতো যে ঊষর ধূষর দেখাচ্ছিলো তাকে- অথচ
তার তেমন খবরই আমি রাখিনি,
তার কোনো সুরক্ষা সম্মানের ব্যবস্থা আমি করিনি!

তাইতো এ হলকা- আগুন- তীব্র তাপদাহ-
গরমের গড্ডালিকা প্রবাহ-
জীবন অতিষ্ঠ- ওষ্ঠাগত কখনো-
তবুও কাছে আমি যাবোই তার, কেননা এতো আমারই
অবজ্ঞা অবহেলা অপকর্মের ফল,
আনার চেষ্টা করবোই আমি
ক্ষোভের জায়গায় অভিমান তার-
অভিমানের জায়গায় ভালোবাসার প্রগল্ভতা-
যাতে তার ধূসরিমার জায়গায় আমি দেখতে পাই
সবুজাভা-শ্যামলিমা,
যাবতীয় অস্বাভাবিক আচরণের জায়গায় তার
শিষ্ট শান্ত মিষ্ট স্বাভাবিকতা।

সে চেষ্টার বিকল্প নেই যে আর-
কেননা আমরা যে শীঘ্র ডুবে যেতে চাই না
মহাসমুদ্রের অতল গর্ভে
কিংবা উড়ে যেতে চাই না সৌরঝড় বা মরুঝড়ে।

© Shukdeb Chandra Mazumder
29-04-2024


রচনাকালঃ- ২৯/০৪/২০২৪