আমার মনে সুর জেগেছে
লিলুয়া বাতাসে
বন্ধু কেন অমন করে
দূরে বসে হাসে।
প্রাণে আমার সয় না এমন
তাহার দূরে থাকা
তার বিহনে সব যে আমার
লাগে ভীষণ ফাঁকা।।

কাজে-কামে মন বসে না
তারে বসে ভাবি
সবাই বলে আমার নাকি
হারিয়েছে চাবি
তার লকারে চাবি আমার
আছে তুলে রাখা
তাই তো আমার সকাল বিকাল
তারে প্রাণে ডাকা।।

আয় রে ঘরে বন্ধু আমার
আয় রে আমার ঘরে
সোনার প্রদীপ জ্বেলে দিয়ে
থাক আমাকে ধরে
তোর সাথে যে বসে আমি
সোজা করবো বাঁকা
বাঁকা বাঁশির সুরে সুরে
ঘুরবে মনের চাকা।।


রচনাকালঃ- ১৫/০৮/২০২২