সত্য ছুঁয়ে একা হয়েছি একাকার 
এই মাটি শূন্য পায়ে হাঁটি - আমার কালা বড় খাঁটি 

বড় যত্নে ধরেছি বুকে সকল রঙের রতী
হে অন্ধ-বধির-মূক মূরতি - সুরে-সঙ্গমে বাজাও মঙ্গলবীণা  

জল স্বচ্ছ হলে বল কথা বলে 
জলের তলে তুমি আর আমি চিরদিন 
মহামিলনের বসুধা হাঁটি 

দূরত্ব ও বন্ধুর ওসব কথা 
কানে ছুঁড়ে দাও, মনে রেখো না বালি ও পাথর 

গেয়ে ওঠো জল, মিথ্যে বলে না জল - 
বুকে বল সে তো ফলাফল অভগ্ন আসা-যাওয়া চন্দ্রমাস
সত্য সে গান গেয়ে যায় গভীর ধ্যানে
মহামুগ্ধতার টানে 

পথের ছন্দ গতি, প্রকৃতি সরলমতি
সতী, টানাহেচড়া শুধু বিপন্ন শক্তিতে - 
বরং ভক্তিতে এসো মরে যাই 
এই পরম চন্দ্রবেলায়  


রচনাকালঃ- ০৭/০৯/২০২২