আমি শত ব্যথা সহ্য করেও
তোমার মুখে হাসি ফুটিয়েছি।
তাতেই আমি খুশি
ওগো তাতেই আমি খুশি।
তোমার আঁখির বারি মোছাতে
রচেছি বহু প্রেমের গান।
আমার সে গান যে তোমার মনে ঠাঁই পেয়েছে
তাতেই আমি খুশি
ওগো তাতেই আমি খুশি।
তোমার দুঃখ মোছাতে
নিজেও হয়েছি তোমার দুঃখের সঙ্গী।
তাতেই আমি খুশি
ওগো তাতেই আমি খুশি।
রচনাকালঃ- ১৬/০৪/২০২৩