নূপুর হয়ে বাঁচতে চাই তোমার পায়ে সখী।
আমার এ একেলা জীবনে সঙ্গী হও-
ধন্য করো তোমার ছোঁয়ায়, ও সখী।

দিবস রজনী মাতিয়ে রাখব তোমায় তুলে প্রেমের ধ্বণি
মাঝে মাঝে আলতা পড়ে রাঙিয়ো আমায় ওগো প্রাণের দেবী।

তোমার পায়ের সৌরভে ভরবে আমার দেহ মন
শুধু এইটুকুতেই সুখী আমি পূর্ণ আমার জীবন।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬ই মে,২০২৩,সকাল ৯টা, বারুইপুর 

 

 


রচনাকালঃ- ১৬/০৫/২০২৩