আমাদের পদচিহ্ন পড়ে থাক ঐ রাস্তায় কি সিঁড়িতে
গোলাপের কাছে থাক তার গন্ধ
আর
ছায়াদুটো সঙ্গ নিক অন্যকারো।
যেখানে শয্যার পাশে রাত গলছে পুরনো মোমের মত
আমরা সেই ঘরমুখো ।
(কাব্যসংকলনঃ ৬১ প্রেমের কবিতা, ২০০৭)
আমাদের পদচিহ্ন পড়ে থাক ঐ রাস্তায় কি সিঁড়িতে
গোলাপের কাছে থাক তার গন্ধ
আর
ছায়াদুটো সঙ্গ নিক অন্যকারো।
যেখানে শয্যার পাশে রাত গলছে পুরনো মোমের মত
আমরা সেই ঘরমুখো ।
(কাব্যসংকলনঃ ৬১ প্রেমের কবিতা, ২০০৭)
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।
নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপর লেখা বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে বিষয়শ্রেণীর উপর ক্লিক করুন।