এ জীবন বড় ক্ষুদ্র রে-
এ জীবন বড় লোভী।
এ জীবন বড় দুঃখী রে-
এ জীবন বড় পাপী।
এ জীবন বড় বেহিসাবী রে-
এ জীবন বড় আশাবাদী।
এ জীবন বড় সাজানো রে-
এ জীবন বড় অশান্ত।
এ জীবন বড় ভালোবাসায় ভরা রে-
এ জীবন বড় স্বার্থপর।
এ জীবন বড় সুখী রে-
এ জীবন বড় ধ্বংসশীল।
এ জীবন বাঁচাতে চায় যাকে রে-
এ জীবন তাকে মরণের প্রতি ঠেলতেও পিছপা হয়না যে।

[এই কবিতাটি লেখা হয়েছে সম্পূর্ণ একে অপরের ভিন্ন ধারণাতে। ক্ষুদ্র জীবন বলে মানুষ উচ্চ আকাঙ্খায় থেকে জীবনে কিছু না কিছু করতেই চায়, জীবনকে তার স্বপ্নের লক্ষ্য অব্দি পৌঁছাতেই চায়।
কিন্তু তা না হয়ে মানুষ লোভীর মতো সবকিছু গ্ৰাস করতে চায় একেবারে ভালো হোক বা মন্দ হোক।
তেমনই দুঃখী বলে মানুষ তার সেই অবস্থাকে মোছাবার জন্য সৎ পথে না থেকে কেন চুরি বা অন্য কোনো বাজে কাজে লিপ্ত হয়ে নিজেকে পাপী করবে?]