ঝমঝম ঝমঝম অবিরত বারিধারা শুধুই ঝরছে।
গগনের নয়নের অশ্রু থামবার বস্তু নয়।
দিবা গত হয়ে এখন এসেছে নিশি,
তবু ঝরঝর বারিধারার বিরতি নেই এতটুকু।

ক্ষণে ক্ষণে ঝলকে উঠছে আগুনের রেখা।
অসিত অম্বরে গম্ভীর জলদেরা প্রলয় নাদে মত্ত।
সহসা মর্মভেদী অশনি ধ্বনি 
এ হৃদয়কে করছে ভীতিগ্ৰস্ত!

কোথাও নেই সাড়া পশু পাখির,
পথঘাট জনশূন্য।
মাঠ হয়েছে জলমগ্ন, পুষ্করিণী কানায় কানায় পূর্ণ।
বাতায়ন পাশে বসে দেখছি 
প্রকৃতির নটরাজ তান্ডব লীলাখেলা।
একঘেয়ে বারিপাতের শব্দে কর্ণ হয়েছে অভ্যস্ত।
থেকে থেকেই শীতল সমীরন 
এ তনু মনকে করছে ক্লান্তিহীন।
নীরদদের গুরুগম্ভীর নাদ শ্রবণে,
এ চিত্তে জড়ো হয় কত ছন্দ।
সেই তালে আপনার মননে 
রচে চলি কত কাব্য।