আকাশের মেঘগুলোকে নিয়ে
আমার মৃত স্ত্রীর মুখ বানাতে চেয়েছিলাম।
বানানো শেষ হয়ে গিয়েছিল।
শুধুমাত্র সিঁদুর পড়ানোর জন্য যেই একটা মেঘ এনে
সিঁথিতে ঘষে দিলাম
অমনি লক্ষ লক্ষ ভোল্টের বিদ্যুৎ এসে আমার গায়ে লাগল,
আমি শেষ হয়ে গেলাম।
আকাশের মেঘগুলোকে নিয়ে
আমার মৃত স্ত্রীর মুখ বানাতে চেয়েছিলাম।
বানানো শেষ হয়ে গিয়েছিল।
শুধুমাত্র সিঁদুর পড়ানোর জন্য যেই একটা মেঘ এনে
সিঁথিতে ঘষে দিলাম
অমনি লক্ষ লক্ষ ভোল্টের বিদ্যুৎ এসে আমার গায়ে লাগল,
আমি শেষ হয়ে গেলাম।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।
নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপর লেখা বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে বিষয়শ্রেণীর উপর ক্লিক করুন।