প্রিয়তমা
তোমায় দেখলে আর মন চায় না অন্য কিছু দেখতে,
তোমায় ভাবলে আর ভালো লাগে না অন্য কিছু ভাবতে,
তোমার মিষ্টি মুখের হাসিতে হারানো ভালো,
তোমার চোখের চাহনিতে বাকহীন হওয়া ভালো,
তোমার কন্ঠস্বর যেন রূপকথার রাজকুমারীর মতো,
তোমার লম্বা চুলের ঢেউ যেন বর্ষার আকাশে মেঘেদের জড়াজড়ি।

প্রিয়তমা
তুমি যেন এই সুন্দর প্রকৃতির থেকেও সুন্দর,
এই সৃষ্টি ধন্য তোমায় সৃষ্টি করে!

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/০৬/২০২৩
বারুইপুর