আমার দিকে তাকাও ভালোভাবে,
ঐরকম আড়চোখে নয়।
না না দুচোখ মেলে তাকাও
এক চোখ বন্ধ করে নয়‌।
আকাশের দিকে তাকিও না
স্ট্রেট আমার দিকে তাকাও।
পায়ের দিকে তাকাচ্ছ কেন,
আর আমার দিকে তাকাবে না?

হ্যাঁ, এই তো,
এতক্ষণ পর ভালোভাবে তাকালে।
কিন্তু একী!
তোমার চোখে আমি কই?
তার বদলে আমার রক্ত মাংসে ভরা হৃদপিন্ড দেখতে পাচ্ছি।
তারমানে কি ও শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছিল,
যে কখন তুমি আসবে
আর তোমার কাছেই এ শূন্য জীবন ত্যাগ করবে?
তোমাকে শেষ দেখা দেখেই শেষ নিঃশ্বাস বের করবে?
ধপ করে পড়ে গেলাম মাটিতে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮/০৬/২০২৩
রাত ১০টা, বারুইপুর