আমের মুকুল ডাকছে তোমায়—এসো

ঝোড়ো হাওয়া ডাকছে তুমি এসো।

তোমার জন্য ফুটছে না বোল আমের

তোমার জন্য আসছে না রং জামের।

তুমি এলেই আমের শাখায় ঝড়

তুমি এলেই দেবতা দেন বর; ফুল-ফসলে নতুন দিনের গতি

সুখেই পূর্ণ হবে আয়ুষ্মতি।

তুমি এলেই রুদ্র কালবোশেখি

ঝড়ের পরেই নতুন সৃষ্টি দেখি।

তোমার জন্য পথ চেয়ে রয় দেশ

তুমিই স্বপ্ন চির অনিঃশেষ।

তোমার হাতেই পূর্ণতা হালখাতা

তপ্তরোদে যেন ছায়ার ছাতা।

তোমার আশায় পথ চেয়ে পথচলা

নতুন দিনের গানে মেলাই গলা।

বরিষণের ধারায় তুমি এসো

বীজের মতোই মাটিকে ভালোবেসো।

মেলার খেলনা পাতার বাঁশি ডাকে

 

তোমার জন্য রাত্রি সূর্য আঁকে।

এসো তুমি নতুন আশার ভোর

তুমি এলেই কাটবে আঁধার ঘোর।