কত বসন্ত কত গ্রীষ্ম কত চৈত্ররাত

হু হু বাতাস ছুঁয়ে গিয়েছে আমার চুল

কত বর্ষ নববর্ষে আশার দোলা দুলিয়ে গেছে

নিরন্তর আশাভঙ্গে ছিঁড়েছে মর্মমূল।

তবু আশার সবুজ কুঁড়ি অঙ্কুরিত হবেই জানি

না হলে হয় কিভাবে সুখ স্বপ্নগাথা এত দুঃখে!

একজনমে বীজ বুনতে বুনতে ক্ষয় বয়সজমি

কিছু ফুলের কিছু ফলের গাছ লাগিয়ে দিন ফুরালো।

ফুল ফোটেনি ফল ধরেনি, তবু আশার বাগান গড়া

জীবন বুঝি এইরকমই আশার চাকা টেনে যাওয়া অন্ধপথে;

বিমূর্ত রাত সাগরতীরে জোছনা-ঢেউ, কাঁপছে বুক শূন্যহাত তবু বাড়াই তৃষ্ণাপোড়া নোনাজলে।

চৈতিরাত পেরিয়ে যায়,

যাও বর্ষ, নাও বিদায়

নোনাজলের আগুন জিভে, সাগর দেখা হয় না আর

ঝাউবনের এই সাগর তীরে এসেছিলাম যাচ্ছি ফিরে

তবু আশার সবুজলতা আমাকে ঘিরে উঠবে বেড়ে।

কথা দিয়েও কথা রাখে না জেনেও, তবু স্বপ্ন-দেখা প্রতিশ্রুতির মায়ায় বাঁধা জীবন বুঝি এমনি হয়।