জীবনানন্দের বরিশাল শহরের কোমর জড়িয়ে

 

যে নদী চলেছে দূরপথে নীরবে কালের স্রোতে ভেসে

 

আমি সেই নদীতীরে চাই আমার স্বপ্নের অধিষ্ঠান

 

তুমি কি সম্মতি দেবে নারী—কবিতার বনলতা সেন?

 

বরিশাল স্বপ্ন ছুঁয়ে থাকে, বরিশাল ঘুমে জাগরণে

 

কীর্তনখোলার তীরে বসে

 

স্বপ্ন শুধু তোমাকেই ডাকে।

 

উত্তুরে হাওয়ায় শীত নামে ঝাউবনে শিশির ঝরিয়ে

 

সেইখানে গান হয়ে ওড়ে

 

চিলের ডানার সোনারোদ।

 

কীর্তনখোলার বাঁকে বাঁকে জীবনানন্দের কবিতারা

 

বসে থাকে আশ্চর্য রমণী!

 

আমার বিস্ময় শুধু জাগে

 

আমি কি কবিতা ভালোবেসে

 

না কি শুধু তোমার আগ্রহে

 

এই শহরের প্রেমে মজে এখানে চেয়েছি অধিষ্ঠান!

 

এই জিজ্ঞাসার সদুত্তর আমার নিজেরই জানা নেই

 

মুকুন্দ দাসের গানে মজে বিদ্রোহ পতাকা তোলে মনে?

 

এ শহরে কেউ একা একা রাতজেগে আমাকে কি পড়ে

 

জানি না কিছুই কোন মোহে

 

বরিশালে মগ্ন আজো মন!

 

বরিশাল তুমি জেগে থাকো,

 

ডাক দিলে কাছে টেনে নিও

 

নিভৃতে জড়িয়ে ঠোঁটে ঠোঁট

 

বলবো তুমিই ছিলে প্রিয়।